• যতো লেখা

  • মাহাবুবুল হাসান নীরুর ই-গ্রন্থ 'সেরা দশ গল্প'। অসাধারণ দশটি গল্পের এক অনবদ্য উপস্থাপন। বইটি পড়তে ক্লিক করুনসেরা দশ গল্প
  • ছবি ফেলে আসা এবং চলমান সময়ের কথা বলে। ধরে রাখে সময়কে স্মৃদির ফ্রেমে। মাহাবুবুল হাসান নীরু অ্যালবামটি দেখতে ক্লিক করুনঅ্যালবাম
  • মাহাবুবুল হাসান নীরুর ই-গ্রন্থ 'হৃদয়ছোঁয়া পঁয়ত্রিশ'। দৃষ্টিনন্দন অলঙ্করণ আর মন-জমিনে দাগ কাটার মতো পঁয়ত্রিশটি ছড়া-কাব্য। বইটি পড়তে ক্লিক করুনকাছের মানুষ
  • মাহাবুবুল হাসান নীরুর খেলাধুলা বিষয়ক লেখা পড়ার জন্য ক্লিক করুনখেলা
  • মাহাবুবুল হাসান নীরুর শিশুতোষ লেখাগুলো পড়তে ক্লিক করুনশিশুতোষ রচনা
  • মাহাবুবুল হাসান নীরুর গল্প পড়তে ক্লিক করুনগল্প
  • মাহাবুবুল হাসান নীরুর ছড়া পড়তে ক্লিক করুনE-BOOK
  • এক মাসের লেখা

মাহাবুবুল হাসান নীরুর ই-গল্পগ্রন্থ প্রকাশিত ২ ডিসেম্বর মন্ট্রিয়লে বর্ণাঢ্য প্রকাশনা উৎসব

বেঙ্গলি টাইমস রিপোর্ট

 

মন্ট্রিয়ল থেকে হাবিবুর রহমান

কানাডাভিত্তিক অনলাইন প্রকাশনী ‘শৈলী’ স্বাতন্ত্র্যধর্মী গল্পকার ‘মাহাবুবুল হাসান নীরুর সেরা দশ গল্প’ ই-গ্রন্থটি প্রকাশ করেছে গত ১৫ নভেম্বর। বইটি প্রকাশিত হওয়ার পর তা অনলাইন পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। নিজের প্রকাশিত গ্রন্থ সম্পর্কে বেঙ্গলি টাইমসের সাথে আলাপকালে নীরু বলেন, ‘এটাই আমার প্রথম ই-গ্রন্থ। আমার প্রকাশিত গল্পগুলো থেকে শৈলী বাছাই করে যে দশটি গল্প গ্রন্থটিতে স্থান দিয়েছে, সেগুলো পাঠকদের ভালো লাগবে। বিভিন্ন বয়সের পাঠকের কথা চিন্তায় রেখে শৈলী তারা যে ভীন্ন ভীন্ন স্বাদ ও মেজাজের গল্প নির্বাচন করেছে সেটা অবশ্যই প্রশংসার দাবী রাখে। আমি মনে করি, প্রতিটি গল্প তার নিজস্বতা দিয়ে পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে।’ নীরু বলেন, ‘বিগত দিনে গল্পগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তা যেমন পাঠকদের প্রশংসা কুড়িয়েছিলো; আজ এই স্বর্ণালি প্রযুক্তির যুগে অনলাইন পাঠকদেরও তা ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

এদিকে আসছে ২রা নভেম্বর গ্রন্থটির একটি বর্ণাঢ্য প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মন্ট্রিয়ল শহরের ৬৭৬৭, কোর্ট-দে-নেইজ লাইব্রেরী ভবনে। অনুষ্ঠানে গ্রন্থটির ওপর আলোচনায় অংশ নেবেন ড. ওয়াইজউদ্দিন আহমেদ-প্রফেসর, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কনকর্ডিয়া ইউনিভার্সিটি। ড. মহিউদ্দিন তালুকদার-চাকুরিজীবি। ড. আবিদ বাহার-প্রফেসর, হিউম্যানিটিস ডিপার্টমেন্ট, ডসন কলেজ। ড. রেবেকা সুলতানা- প্রফেসর, ইংরেজি ডিপার্টমেন্ট, জন এবোর্ট কলেজ। ড. আমিন কবির-পোষ্ট ডক্টরাল রিসার্স ফেলো, ম্যাকগিল ইউনিভার্সিটি। সায়েদা শের-সাহিত্যানুরাগী এবং মনিকা রশিদ-শিল্পী ও সাহিত্যিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ফোবানার ভাইস প্রেসিডেন্ট এজাজ আকতার তৌফিক ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন A1 টিউটোরিয়ালের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক বাংলামেইলের নির্বাহী সম্পাদক কাজী আলম বাবু। অনুষ্ঠনাটি উপস্থাপনা করবেন মন্ট্রিয়লের বিশিষ্ট উপস্থাপক ও কবি শামসাদ রানা। বর্ণাঢ্য এ অনুষ্ঠানটির আয়োজন করছে মন্ট্রিয়লের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘A1 টিউটোরিয়াল’। অনুষ্ঠানে মন্ট্রিয়লের বিশিষ্ট আবৃত্তিকারদের কন্ঠে দর্শক-স্রোতারা শুনবেন লেখকের পাঁচটি গল্প। অনুষ্ঠানের শেষে মন্ট্রিয়লস্থ বাংলাদেশী ও ভারতীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

গ্রন্থটিতে স্থান পাওয়া দশটি গল্প হচ্ছে, ১. অসময়, ২. চলো গ্রামে ফিরে যাই, ৩. অফিস পাড়ার সুন্দরী, ৪. প্রতিপক্ষ আগুন, ৫. হাজারকি, ৬. মেঘগুলো আর পালিয়ে যাবে না, ৭. টিকিট, ৮. আমার বিবির বাহারি শখ, ৯. দলান্তরিত, ১০. আদমজী নগরের অতশী।

‘সেরা দশ গল্প’ ই-গ্রন্থটিতে স্থান পাওয়া গল্পগুলো শৈলীর নিজস্ব বাছাই। চমকপ্রদ প্রচ্ছদ, দৃষ্টিনন্দন অলঙ্করণ, লেখা-রেখা সব মিলিয়ে গ্রন্থটি অনলাইন পাঠকদের জন্য একটি পরিপাটি উপস্থাপনই বটে। গ্রন্থটিতে পাঠকদের জন্য ‘একটি সেরা গল্প’ নির্বাচনের প্রক্রিয়াও রাখা হয়েছে। যে গল্পটির পক্ষে সর্বাধিক সংখ্যক পাঠকের রায় যাবে সেখান থেকে মন্ট্রিয়লের একজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে একজন বিজয়ীকে। এবং তাকে পুরস্কৃতও করা হবে। পুরস্কারের অর্থ দশ হাজার টাকা। অনলাইনে গ্রন্থটি পড়তে ক্লিক করুন,

http://shoily.com/sg,

অথবা

http://shoily.com/

গ্রন্থটি ডাউনলোড করতে ক্লিক করুন

Click to access sg.pdf

Leave a comment